রাবিতে নয় দিনব্যাপী ইউপিএল’র বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, রাবি:

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয় দিনব্যাপী বইমেলার শুরু হয়েছে আজ। চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ্।

উদ্বোধনকালে কাজী শহীদুল্লাহ্ বলেন, ‘প্রকাশনা শিল্প ও গ্রন্থ উন্নয়নে ইউপিএল বরাবর একটি দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে। ইউপিএল’র এই ধরণের উদ্যোগের মধ্য দিয়ে বই পড়ার প্রতি রাজশাহীর তরুণ সমাজের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, ইতিহাসবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর মেজবাহ কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ডক্টর পি এম সফিকুল ইসলাম।

বইমেলার অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সাথে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকাল-একাল’ শীর্ষক এক আড্ডার আয়োজন করেছে ইউপিএল।

বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ একাডেমিক ভবন চত্বরে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।

উল্লেখ্য, পাঠকদের হাতে মানসম্পন্ন বই পৌঁছে দেয়ার প্রচেষ্টায় পঞ্চম দশকে পৌঁছেছে ইউপিএল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাঠাভ্যাস বৃদ্ধিসহ সর্বস্তরে গ্রন্থের প্রচলনে ইউপিএল বিগত পনের বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করে আসছে।

স/অ