বাঘায় ইউপি নির্বাচন: গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

আমানুল হক আমান, বাঘা:
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আগামী ১৪ অক্টোবর ভোট গ্রহনের দিনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের বিরামহীন প্রচারণায় সরগরম। প্রার্থীদের প্রচারণার মধ্য দিয়ে চলেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার।

এ বৃষ্টির মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য আবেদন করছেন চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা। বৃষ্টির মধ্যেই প্রার্থীদের কর্মী-সমর্থকরা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ভোটের প্রচারণায় ব্যস্ত ছিলেন।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী ও সমর্থকরা এ প্রচারনা করেন। এছাড়া দুপুরের পর প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে মাইকিং করা হচ্ছে আ.লীগ-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে।

সারাদিনের বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় ভোটের মাঠ হয়ে উঠে সরগরম।

বাজুবাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান (নৌকা), বিএনপি’র স্থানীয় মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রনজু (আনারস)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাইফুল ইসলাম (ঘোড়া), হাসমত আলী (টেবিলফ্যান), জিয়াউর রহমান (ঢোল), সাহার আলী (মোটরসাইকেল), আসলাম মালিথা (টেলিফোন), আসাদুজ্জামান (রজনীগন্ধা)।

গড়গড়ি ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবি (নৌকা), বিএনপি’র স্থানীয় মনোনীত প্রার্থী মাসুদ করিম টিপু (টেবিলফ্যান), স্বতন্ত্র প্রার্থী জুলফিকার আলী (ঘোড়া), আবদুল্লা আল মাহমুদ (আনারস), জাহিদুল ইসলাম স্বপন (চশমা), আবুল কালাম আজাদ (মোটরসাইকেল)।

পাকুড়িয়া ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম সরকার (নৌকা), বিএনপির স্থানীয় প্রার্থী ফকরুল হাসান বাবলু (আনারস)।

মনিগ্রাম ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম (নৌকা) ও বিএনপি’র প্রার্থী মজিবর রহমান জুয়েল (আনারস)। তবে পাকুড়িয়া ও মনিগ্রাম এ দুই ইউনিয়নে স্বতন্ত্র বা অন্য কোন দলের প্রার্থী নেই। আ.লীগ-বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধ হবে।

বাজুবাঘা, গড়গড়ি, মনিগ্রাম ও পাকুড়িয়া এ চার ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত সদস্য পদে ৬৩ ও সাধারণ সদস্য পদে ১৭০ জন।

স/অ