রাবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলা। এ মেলায় বাংলাদেশের স্বনামধন্য বিশটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় চাকরির সুযোগ প্রদান করবে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করে।

আয়োজকরা জানান, মেলায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনায় চাকরির সুযোগ প্রদান করবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসেছে। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী স্টলগুলোতে সিভি জমা দিতে পারবেন। এ ছাড়াও মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ক্যারিয়ার বিষয়ক ৬টি সেমিনারের অনুষ্ঠিত হবে।

উদ্বোধন শেষে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়েছে। উচ্চশিক্ষা লাভ করেও তরুণদের বেকার থাকতে হচ্ছে। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারছি না। বাংলাদেশে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে চাকরির বাজারের সামঞ্জস্যতা তৈরি করতে হবে।’

আগামীকাল বৃহস্পতিবার মেলার শেষ দিন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা চাকরিপ্রার্থীদের সিভি যাচাই-বাছাই শেষে মৌখিক পরীক্ষা নেবেন। পরে বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে চাকরিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, ক্লাবের উপদেষ্টা রাবি শিক্ষক শাহ আজম শান্তনু, মমিনুল হক রোকসানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ