রাবিতে জঙ্গিবিরোধী নাটক ‘ইন্টারঘ্যাঁট’ প্রদর্শনী ২৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক:
দেশের জঙ্গি তৎপরতা অবলম্বনে নির্মিত জঙ্গিবিরোধী নাটক ‘ইন্টারঘ্যাঁট’ আগামী ২৮ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী হতে যাচ্ছে। কর্মশালাভিত্তিক এ নাটকটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ‘অনুশীলন নাট্যদল’।

 
অনুশীলন নাট্যদলের আহ্বায়ক তানজিদা নাহার জুঁই সিল্কসিটি নিউজকে বলেন, ‘জঙ্গিবাদ কীভাবে ছড়াচ্ছে, জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা এবং সুস্থ জীবনে ফিরে আসতে দিকনির্দেশনা প্রভৃতি বিষয়গুলো এ নাটককে তুলে ধরা হবে।’ নাটকটি দেশের যুব সমাজের ভবিষ্যৎ পথ প্রশস্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 
২৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
স/শ