রাবিতে ‘চান্স’ পেলে সাংবাদিকতায় পড়বেন ৫৫ বছর বয়সী বেলায়েত

গোলাম রববিল, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে এসেছেন ৫৫ বছর বয়সী মো. বেলায়েত শেখ। ১৭ দিন অসুস্থতা থেকেও ভর্তিযুদ্ধে অংশ নিতে আজ সোমবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে তিনি রাজশাহী পৌঁছান। পরীক্ষা দেবেন আগামীকাল মঙ্গলবার (২৬ জুন) সকাল ৯টায় রাবির ‘এ’ (মানবিক) ইউনিটের প্রথম শিফটে। যদি রাবিতে ভর্তির সুযোগ পান, তবে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়বেন বলে জানিয়েছেন।

বেলায়েতের বাসা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। দুই ছেলে ও এক মেয়ের বাবা তিনি। তিনি দৈনিক করতোয়ার শ্রীপুর প্রতিনিধি। ২০২২ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে পাঁচ সাবজেক্টে প্লাস পেয়ে তিনি জিপিএ ৪ দশমিক ৫৮ পান। এর আগে, ২০১৯ সালে জিপিএ ৪ দশমিক ৪৩ পেয়ে এস‌এসসি পাস করেন।

৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিলো বড় ছেলে ও মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো‌। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি কিন্তু কেউ পড়তে পারিনি। তাদের মধ্যে কেউ মাস্টার্স‌ও শেষ করতে পারিনি। এটা পিতা হিসেবে আমার জন্য হতাশার। তাদের উপর জেদ করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি আমার সন্তানদের দেখিয়ে দিতে চাই।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে তিনি কোন বিষয়ে পড়বেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি একজন সাংবাদিক। আমি চাই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে। এই বিষয়ে পড়ে আমি আর‌ও ভালো সাংবাদিক হতে চাই।’

পড়াশোনার পাশাপাশি সংসার কীভাবে চালাবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব (চাকরি) করবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন করবো। এছাড়াও শুনেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে টাকা-পয়সা অনেক কম লাগে।’

রাবি ভর্তি পরীক্ষায় প্রস্তুতির বিষয়ে বেলায়েত শেখ বলেন, ‘আমি ১৭ দিন ধরে অসুস্থ, ভালো পড়াশোনা করতে পারিনি। আগে ঢাবিতে পরীক্ষা দিয়েছি। ইংরেজিতে ভালো করতে না পারায় ফেল (অকৃতকার্য) করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি আশাবাদী। দেখি কী হয়! চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ফরম তুলেছি। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্রগ্ৰাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো। যেকোনো একটাই চ্যান্স হ‌লেই হবে।’

এএইচ/এস