রাবিতে চাকরি মেলা শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপি চাকরি মেলা। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করেছে।

এ মেলায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনায় চাকরির সুযোগ প্রদান করবে। শনিবার (৯মার্চ) দুপুরে বিশ্বববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্লাবের সভাপতি শেখ আরিফুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুজ্জামান বলেন, বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে এ মেলা শুরু হবে। মেলায় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পারবেন। মেলার শেষদিন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা নির্বাচিত চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আরিফুজ্জামান বলেন, মেলায় ঢাকা ও রাজশাহীর ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। শেষ দিন বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে চাকরিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রোকসানা বেগম, সমন্বয়ক মো. কামরুল হাসান ও মিডিয়া উইংয়ের পরিচালক হাফিজ আল আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ