রাবিতে খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারে জয়পুরহাটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাবি:
আসন্ন রাজশাহী সিটি নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা। জয়পুরহাটের সন্তান ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে মেয়র প্রার্থী লিটনের নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মাকের্ট, স্টেডিয়াম মার্কেট, স্টেশন বাজারসহ অন্যান্য স্থানে দোকান মালিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করেন জয়পুরহাটের শিক্ষার্থীরা। লিটনের জন্যে দোয়া ও নৌকার পক্ষে ভোট চান তারা। এ সময় আওয়ামী লীগ নেতা লিটনের পক্ষে তৈরি করা আসন্ন রমজানের সাহরী ও ইফতারের সময়সূচিও বিতরণ করা হয়।

এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসান বলেন, রাজশাহীর উন্নয়নে লিটন ভাইয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে লিটন ভাইয়ের বিজয় নিশ্চিত করতে স্বপ্রণোদিত হয়ে জয়পুরহাটের শিক্ষার্থীরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছে। আগামীতেও লিটন ভাইয়ের পক্ষে কাজ করবো আমরা।

লিফলেট বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সদস্য এসএম রাশেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিবেক মোর, আতিকুর রহমান, মেছবাহ, হালিম, নূসরাত জাহান, মেহজাবিন বর্ণ, তাসনিম হোসেন প্রমুখ।
স/শ