রাণীনগরে সিলিন্ডার বিস্ফোরনে আহত ৩

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর কুতকুতি তলায় শিহাব অটোজ এ্যান্ড ভল্কানাইজংয়ে হাওয়া সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে। আহতদের নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, হোটেল কর্মচারী কালীগ্রাম কাঠালপুকুর গ্রামের আনিছুর রহমান (৩২) এবং হোটেলে আগত কালীগ্রাম কসবা ঈদগাহ মাঠ এলাকার আব্দুল কুদ্দুছ (৫২) ও পারইল কুসুম্বি গ্রামের আসাদ আলীর ছেলে জনি আহম্মেদ (২৪) আহত হয়। আহতদের মধ্যে আনিছুর রহমান ও আব্দুল কুদ্দুছকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে দোকান খুলে দোকানের কর্মচারী হাওয়া সিলিন্ডারে হাওয়া লোড করছিল। এমন সময় ওভারলোড হওয়ার কারনে ২৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন সিলিন্ডারটিতে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে তিনজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সিলিন্ডার বিস্ফোরনে পার্শ্ববতি পেট্রোল পাম্পসহ কয়েকটি দোকানের গ্লাস ভেঙ্গে যায় এবং একটি দোকানের টিনের চালা সম্পন্ন উড়ে যায়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।