রাণীনগরে লকডাউনের নির্দেশনা অমান্য করায় ৬ জনকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

করোনা ভাইরাস রোধে সারাদেশের ন্যায় ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও প্রশাসন। বৃহস্পতিবার(০১ জুলাই) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃতে টহল জোরদার করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় এদিন বিকেল ৩ টা পর্যন্ত ৬ টি মামলায় ৬ জনের নিকট থেকে মোট ৮ হাজার ৩ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো জানান, বিনা প্রয়োজনে কেউ যেন ঘরের বাহিরে বের না হয় সরকার ঘোষিত এমন কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্নয়ে টহল জোরদার করা হয়েছে। সকাল থেকেই চলমান বৃষ্টি উপেক্ষা করে মাঠে নামে প্রসাশন।

এ সময় উপজেলার সদর, আবাদপুকুর, বগারবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও চলাচল করায় বিকেল তিনটা পর্যন্ত মোবাইল কোর্টে মোট ৬ টি মামলায় ৬ জনের মোট ৮ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।

স/জে