রাণীনগরে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“মাদকাসক্তি রুখবোই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বোই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার বাস্তবায়নে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ আক্তার বানুর সভাপতিত্বে ও প্রশিকার রাণীনগর এরিয়া ম্যানেজার নুরু হোদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রশিকার কেন্দ্রীয় কর্মী আব্দুল রহিম মোল্লা, বিভাগীয় ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন, শিক্ষক আব্দুস সোবাহান মৃধা।

এ সময় আলোচনা সভায় প্রশিকার রাণীনগর শাখার ম্যানেজার আশরাফুল ইসলাম, আতাউর রহমান, শিক্ষক মনোরঞ্জন দেবনাথ, প্রদীবসহ অন্যান্য শিক্ষক ও উন্নয়নকর্মী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া এদিন উপজেলার বড়গাছা গ্রামে প্রশিকার এক সদস্যের বাড়িতে সচেতনতামূলক উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এএইচ/এস