বুধবার , ৩১ মে ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Paris
মে ৩১, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলা সদেরর পূর্ব বালুভরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু মিয়া (৩৭) ও শমসের সরদারের ছেলে শাহীন সরদার (৩০)।

ওসি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার দুইজন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাত ব্যাগে করে গাঁজা নিয়ে বিক্রির উদ্দ্যেশে সদরের রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে পূর্ব বালুভরা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছে থাকা হাত ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, রাতেই তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর