রাণীনগরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ন্যাশনাল এগ্রিক্যালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) ডিএই প্রকল্পের আওতায় দিনব্যাপী সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের কমন ইন্টারেস্ট গ্রুপের আওতায় উপজেলার ৫০জন কৃষক উৎপাদনশীলতা বৃদ্ধি প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

রাণীনগর কৃষি অধিদপ্তর এই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। কর্শমালায় প্রশিক্ষণ প্রদান করেন, জেলার বদলগাছী উপজেলার হটিক্যালচার কেন্দ্রের সিনিয়র উদ্যানবিদ আ.ন.ম আনোয়ারুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লি: এর বগুড়া জোনের আঞ্চলিক ম্যানেজার মো: মশিউর রহমান খাঁন প্রমুখ।
স/শ