নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও েেজলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

বৃহষ্পতিবার বেলা ১০টায় সার্কিট হাউস থেকে বের করা হয় একটি বর্নাঢ্য র‌্যালী। সেখান থেকে র‌্যালীটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

“ ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতরে স্বচ্ছতা ও নায্যতা নিশ্চিতকরন” শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল আকতার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মোঃ আব্দুল খালেক, জেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু, জেলা ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সাধারন সম্পাদক আতউর রহমান খোকা, জেলা কনজিউমার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুর হক বাচ্চু এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।
স/শ