রাণীনগরে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে করোনায় আক্রান্ত হয়ে মকবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(০৮ জুলাই) রাত  সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি। গত ২৬ জনু তার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন।

নিহত মকবুল হোসেন উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা। এ নিয়ে রাণীনগর উপজেলায় মৃত্যের সংখ্যা দাড়ালো ৭ জনে।

নিহতের পরিবারের বরাদ দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান, গত মাসের শেষের দিকে মকবুল হোসেন জ্বরসহ নানা বিধ সমস্যায় ভুগছিলেন। এ সময় গত ২৬ জুন করোনা পরীক্ষা করালে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে বেশি অসুস্থ্য হয়ে পরলে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে বগুড়া নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে মারা যান মকবুল। শুক্রবার সকাল ৯ টার দিকে স্বাস্থ্য বিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত এই উপজেলায় মোট ২৫৮ জন ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জুলাই পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬০ জন এবং মারা গেছেন ৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন।

স/জে