রাজশাহী সীমান্তে ৭১২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সীমান্তে ৭১২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ বুধবার রাত পৌনে ৮টায় মহিতার থানাধীন মধ্যের চর নামক এলাকায় টহল পরিচালনা করে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, বিজিবি-১ রাজশাহী এর কোম্পানী কমান্ডার বিজিডিও-২৬৭ সহকারী পরিচালক দেলোয়ার হোসাইন এর সাথে তালাইমারী বিওপি’র ৪ জনের একটি বিশেষ টহল দল রাজশাহী নগরীর মহিতার থানাধীন মধ্যের চর নামক এলাকায় টহল পরিচালনা করে। এসময় ৭১২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ টি প্লাস্টিক বস্তা আটক করতে সক্ষম হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৮৪,৮৩০টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল।

জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে। তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলেও বিজিবি জানায়।

স/অ