রাজশাহী মহানগর মৈত্রীর সভাপতিকে পেটালেন ওয়ার্কাস পার্টির সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি লুৎফর রহমান তারেককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন ওয়ার্কাস পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবুসহ তার লোকজন। শনিবার ভোর সাড়ে পাঁটর দিকে রাজশাহী বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো কয়েক জন। শনিবার মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি লুৎফর রহমান তারেক সিল্কসিটি নিউজকে ফোন করে রাতে এ অভিযোগ করেন।
তিনি জানান, ঢাকায় ছাত্র মৈত্রীর কাউন্সিল শেষ করে শনিবার ভোরে তারা রাজশাহী পৌঁছেন। এ সময় ওয়ার্কাস পার্টির রাজশাহী সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু তার সঙ্গীয় কয়েকজনকে নিয়ে হামলা করেন ছাত্র  মৈত্রীর মহানগর সভাপতি তারেকের উপর। এতে মৈত্রীর সভাপতি তারেক, বোয়ালিয়া থানার সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী হাবিবসহ আরো বেশ কয়েকজন আহত হয়। মারপিটে হাবিবের মাথা ফেটে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তারেক বলেন, ‘ঢাকার কাউন্সিল শেষে রাজশাহী ফিরছিলাম। রাজশাহীতে আসার পরে হঠাৎ করেই সেখানে উপস্থিত হয় দেবাশীষ প্রামানিক দেবু ও তার দল-বল।  কোনো কিছু  বুঝে ওঠার আগেই আমাদেরকে মারধোর করতে থাকে। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বেধড়ক পেটাতে থাকেন। তবে কি কারণে এই হামলা করলো তা জানি না। হাতুড়ির আঘাতে আমার সাথে থাকা হাবিবের মাথায় ৩ টি সেলাই পড়েছে।’
তিনি আরও বলেন, এটা যে পরিকল্পিত হামলা তা বোঝায় যাচ্ছে। তা না হলে ঢাকা থেকে রাজশাহী এসে নামার সাথে সাথে এমন হামলা হবে কেন।
কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আদালতে মামলা করার হয়েছে। তার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আহত ছাত্র মৈত্রীর বোয়ালিয়া থানার সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী হাবিব সিল্কসিটি নিউজকে অভিযোগ করে জানান, ওয়ার্কাস পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু কাউন্সিলে প্রতিনিধি হিসেবে স¤্রাট আলী ও এস এম জুয়েল খানকে পাঠায়। কিন্তু মৈত্রীর সভাপতি তারেক এবং স

ম্পাদক তামিম সিরাজী সম্রাটের নাম বাতিল করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দেবাশীষ প্রামানিক দেবু এ হামলা চালায় ।
তিনি বলেন, ‘ঢাকার কেন্দ্রীয় কাউন্সিল শেষে শুক্রবার আমরা রাজশাহীতে পৌঁছাই। ভোর ৫টার দিকে রাজশাহীর শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে এসে দাড়ালে দেবাশীষ প্রামানিক দেবু, মৈত্রীর সাবেক সভাপতি মতিউর রহমান মতি, কালাম, মহিদুল,বিষু, লালুসহ আরো অনেকে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।’
তবে অভিযোগ অস্বীকার করে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু সিল্কসিটি নিউজকে বলেন, ‘তারেক একজন মুহুরী। জমিজমা সংক্রান্ত বিষয়ে তাকে কে বা কারা মারধোর করছিল এ ঘটনা শুনেছি। সেখানে আমি  উপস্থিত ছিলাম বলে রক্ষা পায় তারেক। তবে আমি তাকে মারপিট করেছি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
স/আর