ক্ষেতলাল পৌরসভার নির্বাচনে পরীক্ষা ও ভোট একই কেন্দ্রে

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচন আগামী ২৩ মে। ভোটের একটি কেন্দ্র সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ। একই দিন কলেজটিতে ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা আছে। পরীক্ষা উপলক্ষে উপজেলা প্রশাসন কলেজ থেকে ২০০ গজ দূরত্বের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ভোটের কারণে পরীক্ষার কোনো সমস্যা হবে না। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আছে।
সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন, ৯ মে থেকে কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছে। ২৩ মে কলেজে ১৬০ জন শিক্ষার্থীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে। পরীক্ষা উপলক্ষে স্থানীয় প্রশাসন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরত্বের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে। সেটি এখনো কার্যকর রয়েছে।
ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন  বলেন, পরীক্ষা ও ভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে কোনো সমস্যা হবে না।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৫ হাজার ১৫০ জন। নয়টি ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

 

এদিকে, জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা।
ক্ষেতলাল এস এ কলেজ মিলনায়তনে আজ সকাল ১১টায় আয়োজিত মতবিনিময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক,পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোশারফ হোসেন সহ অন্যরা।

 

এতে আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে নানা আশঙ্কার কথা ব্যক্ত করে ভোটের পরিবেশ অবাধ ও শান্তিপূর্ণ রাখার দাবি জানান মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ।

স/অ