রাজশাহী মহানগর মেস মালিক সমিতির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:

 যাত্রা শুরু করলো রাজশাহী মহানগর মেস মালিক সমিতি নামে একটি সংগঠনের। নগরীর ৩০ টা ওয়ার্ডের মেসের মালিকরা এই কমিটির অন্তর্ভুক্ত হতে পারবেন বলে সিল্কসিটিনিউজকে জানানো হয়। রাজশাহী নগরীর একটি মেসে মঙ্গলবার সন্ধ্যায় এই সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। 
পরে একটি ছবি ও সংগঠনের আত্মপ্রকাশের বিষয়টি সিল্কসিটি নিউজের ফেসবুক পেজে জানানো হয়।
চলমান দুর্যোগকালে রাজশাহীর মেস ভাড়া মওকুফের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এ নিয়ে তারা ফেসবুকে মেস ভাড়া গ্রুপ নামে একটি পেজও খুলেন। এরই মধ্যে মেস মালিকরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে দুর্যোকালীন সময়ে মেস ভাড়া ৪০ ভাগ মওকুফের ঘোষণা দেন। বিষয়টি তারা রাজশাহী জেলা প্রশাসককেও জানান। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নির্দেশনাও জারি করা হয়।
এরপর আজ মঙ্গলবার রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সংগঠনটির আত্মপ্রকাশ হলো। মেস মালিকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য এই সংগঠনটি কাজ করবে বলেও জানানো হয়েছে। তবে সংগঠনের নেতৃত্বে কারা রয়েছেন সেটি জানানো হয়নি।
স/আর