সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী বিভাগে ১৫ হাজার আক্রান্তে করোনা জয়

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২০ ২:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। তবে এরই মধ্যে ১৫ হাজার আক্রান্ত ব্যক্তি করোনা জয় করেছেন। আর মারা গেছেন ২৮৫ জন। সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে একজন মারা গেছেন নওগাঁয়। আরেকজনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এ জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৮ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

রোববার বিভাগে নতুন ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৫ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহী জেলায় ১১ জন, চাঁপাইনবাবগঞ্জে নয়জন, নওগাঁয় একজন, জয়পুরহাটে ১৬ জন এবং সিরাজগঞ্জ ও পাবনায় ১০ জন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

সর্বশেষ - রাজশাহীর খবর