রাজশাহী বিভাগে এক মাসেই করোনার চিত্র ভয়াবহ, মৃত্যুও বেড়েছে আশঙ্কাজনক হারে

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হলেও রাজশাহী বিভাগে এই রোগের সংক্রমণ দেখা দেয় গত এপ্রিল মাসের মাসের শুরুর দিকে। গত ১ এপ্রিল বিভাগের প্রথম রোগী ধরা পড়ে বগুড়ায়। এরপর জয়পুরহাটে। বগুড়ায় প্রথম করোনা শনাক্ত হলেও শুরুর দিকে জয়পুরহাটে একের পর এক রোগী করোনা শনাক্ত হতে থাকেন। পরে জয়পুরহাটকে ছাড়িয়েছে নওগাঁ এবং বগুড়ায় করোনার ছোবল বেশি লক্ষ্য করা যায়।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের আট জেলা মিলে করোনা রোগীর মোট সংখ্যা হলো ৭৪৬০ জন। এখন এ বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ রোগী বৃদ্ধি পাচ্ছে। বিভাগের আট জেলায় গতকাল সকাল পর্যন্ত মারা গেছেন ১০০ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ২৩৫৩ জন। মোট আক্রান্তের অর্ধেকও এখনো সুস্থ হতে পারেননি। প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে তাতে সুস্থতার চেয়ে আক্রান্তের হার দিন দিন বাড়ছে।

অনুসন্ধানে জানা গেছে, তৃতীয় ধাপে গিয়ে বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনাতে এই মরণভাইরাসের আক্রমণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে রাজশাহীতেই এখন সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। এখানে গড়ে প্রতিদিন অন্তত ৮০ জন করে রোগী শনাক্ত হচ্ছেন এখন। যার মধ্যে অন্তত ৬০ জন রোগী হলেন নগরীর বাসিন্দা। এর বাইরে জেলার সবকটি জেলাতেই গত এক মাসেই করোনা চিত্র ভয়াবহ হয়ে উঠেছে। বিশেষ করে গত ঈদুল ফিতরের পর থেকেই করোনা চিত্র পাল্টে যেতে থাকে রাতারাতি।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা গোপেন্দ্র নাথ আচার্য বলেন, ‘বিভাগের আট জেলায় গত এক মাসে করোনা রোগী বেড়েছে ৫গুন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বেড়েছে শহর এলাকাগুলোতে। বিভাগের আট জেলার মধ্যে বগুড়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরে পরিণত হয়েছে। এরপর রয়েছে রাজশাহী। পাবনার অবস্থাও অনেকটায় খারাপ।’

এদিকে বিভাগীয় স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর সূত্র মতে, এ বিভাগের আট জেলার মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজশাহীতে আক্রান্তের সংখ্যা ১২৭৮ জন, বগুড়ায় ৩৪৪৬ জন, সিরাজগঞ্জে ৬৬০ জন, পাবনায় ৫৯৭ জন, নওগাঁয় ৫৮৪ জন, জয়পুরহাটে ৫১১ জন, নাটোরে ২৫৩ জন ও চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন শনাক্ত হয়েছেন।

গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিগারে আট জেলায় রোগী বেড়েছে ৩১১ জন। এর মধ্যে রাজশাহীতে ১০৪ জন, বগুড়ায় ৭১ জন, সিরাজগঞ্জে ৬৩ জন, পাবনায় ১৩ জন, জয়পুরহাটে ৫৭ জন ও নাটোরে ৩ জন।

রাজশাহী বিভাগের আট জেলা শহরের মধ্যে রাজশাহী নগরীতে সবচেয়ে পরে করোনা রোগী শনাক্ত হয়। কিন্তু গত কয়েকদিন ধরে এই শহরেই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্চে। এখানে গড়ে প্রতিদিন অন্তত দুইজন রোগী উপসর্গ নিয়ে মারাও যাচ্ছেন।

স/আর