রাজশাহী বিভাগে একদিনে বাড়লো ২৬ করোনা রোগী, মোট আক্রান্ত ২৪৯

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বিভাগে একদিনে নতুন করে করোনা আক্রান্ত  হয়েছে আরও ২৬ জন। এনিয়ে বিভাগে মোট আক্রন্তের সংখ্যা ২৪৯ জন।

আজ সোমবার সকালে রাজশাহী বিভাগে করোনা চিত্র প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক ডা. গপেন্দ্র নাথ আচার্য্য।

মঙ্গলবার পর্যন্ত নওগাঁ জেলায় আক্রান্তের সংখ্যা ৭০ জন। তবে একদিনে ২৩ জন আক্রান্ত বেড়ে নওগাঁ জেলাকে ছাড়িয়ে গেছে জয়পুরহাট। এ জেলায় বর্তমানে আক্রান্ত রোগির সংখ্যা ৭১ জন। এদিকে আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ জন।

এছাড়াও রাজশাহীতে ১৭, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১২ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ৬ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে ২৩ জন, বগুড়ায় দুইজন ও চাঁপাইনবাবগঞ্জে একজন। এ নিয়ে বিভাগে মোট রোগির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ জন। তৃতীয় দফায় পরীক্ষার পর করোনা নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে সুস্থ্য হয়েছেন মোট ২৭ জন।

এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় ১০ জন, জয়পুরহাটে পাঁচজন, বগুড়ার আটজন ও পাবনার একজন। এখন পর্যন্ত মারা গেছেন রাজশাহী ও নাটোরে দুইজন।

স/আ