রাজশাহী নগরীসহ উপজেলা পর্যায়ে করোনা আক্রান্তের চিত্র

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলায় এখন পর্যন্ত মোট ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুইজন। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে দুটি ল্যাবে নমুনা পরীক্ষা শেশে জেলার আরও দুইজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে একজন নগরীর একজন বাঘার। তবে এখন পর্যন্ত জেলার চারঘাট ও গোদাগাড়ী উপজেলা রয়েছে করোনামুক্ত। আবার জেলা সিভিল সার্জন থেকে পবায় দুজনের করোনা আক্রান্তের তথ্য দেওয়া হলেও ওই দুইজনও নগরীর বাসিন্দা।

 

জেলা সিভিল সার্জন অফিস থেকে রাজশাহী নগরীসহ জেলার ৯টি উপজেলার করোনা আক্রান্তের যে চিত্র ফুটে উঠেছে, তা সিল্কসিটি নিউজের পাঠকেদের জন্য তুলে ধরা হলো-

রাজশাহী সিটিকর্পোরেশন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৮০৫ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৭৭৯ জন, বর্তমানে কোয়ারেন্টাইন ২৬ জন, এখন পর্যন্ত করোনা পজিটিভ ৮ জন, হোম আইসোলেশন ৮জন (তারা সকলেই করোনা পজিটিভ)।

 

জেলার বাঘায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৭১ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ১৬৮ জন, বর্তমানে কোয়ারেন্টাইন ৩ করোনা পজিটিভ ৫ জন, হোম আইসোলেশন ৪ এবং মৃত্যুর সংখ্যা ১ জন।

 

জেলার চারঘাটে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১১৮ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা  ১১৫ জন এব বর্তমানে কোয়ারেন্টাইন ৩ জন। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্য।

পুঠিয়ায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৭৯, ছাড়পত্রের সংখ্যা ১৭৯ জন, করোনা পজিটিভ ৯ জন, সুস্থ্য ৫ জন ও হোম আইসোলেশনে ৪ জন।

দুর্গাপুর এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯২, ছাড়পত্রের সংখ্যা ৯২ জন, করোনা পজিটিভি ৩ জন এবং হোম আইসোলেশনে ৩জন।

বাগমারায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৬ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৬ জন, করোনা পজিটিভ ৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২ জন এব সুস্থ্য হয়েছেন ১ জন।

মোহনপুরে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৭ জন, ছাড়পত্রের সংখ্যা ৯১ জন, বর্তমানে কোয়ারেন্টাইর ৬ জন, করোনা আক্রান্ত ৬ জন, হোম আইসোলেশন ৩জন এবং সুস্থ্য ৩ জন।

তানোরে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৮৮ জন, ছাড়পত্রের সংখ্যা ১৮৮ জন, করোনা আক্রান্ত ১০ জন এবং হোম আইসোলেশনে ১০ জন।

পবায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৪১ জন, ছাড়পত্রের সংখ্যা ৪১ জন, করোনা পজিটিভ ২ জন, হোম আইসোলেশনে ১ জন ও সুস্থ্য ২ জন (ঢাকা হতে শনাক্তকৃত ১জন)।

গোদাগাড়ীতে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৬২ জন, ছাড়পত্রের সংখ্যা ৬০ জন, বর্তমোনে কোয়ারেন্টাইনে ২ জন। এই উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। যদিও চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হওয়া দুজনের বাড়ি গোদাগাড়ীতে।

 

এদিকে আজ পর্যন্ত রাজশাহী জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪৯ জন, ছাড়পত্রের সংখ্যা ১৮০৯ জন, বর্তমানে কোয়ারেন্টাইনে ৪০ জন, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা  ৪৬ জন,  মারা গেছেন দুইজন (১জন নওগাঁয় শনাক্ত হয়ে মিশন হাসপাতালে মারা গেছেন), চিকিৎসাধীন ৩৫ জন এবং সুস্থ্য হয়েছেন ১১জন।

স/আর

 

আরও পড়ুন:

রাজশাহীতে একদিনে বাড়লো দু’জন, মোট করোনা আক্রান্ত ৪৬