রাজশাহীতে একদিনে বাড়লো দু’জন, মোট করোনা আক্রান্ত ৪৬

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী আজ দুজনের করোনা পজিটিভ পাওয়া গেলো। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব ও রামেক হাসপাতালের ল্যাবে পৃথক নমুনা পরীক্ষা শেষে দুজনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়। এর মধ্যে এর মধ্যে একজনের বাড়ি নগরীর আলিগঞ্জ লিচু বাগান এলাকায়। এর মধ্যে একজনের বাড়ি নগরীর আলিগঞ্জ লিচু বাগান এলাকায়। আরেকজনের বাড়ি বাঘার পাকুড়িয়া এলাকায়।

রামেক ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।  এর মধ্যে ৪ টি পজেটিভ ও ৯০ টি নেগেটিভ। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে একজনের বাড়ি রাজশাহী নগরীতে। অন্য তিজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এছাড়াও রামেক হাসপাতাল ল্যাবে আজ ৪৭টি নমুনা পরীক্ষা শেষে বাঘায় ১জনের করোনা পজেটিভ পাওয়া যায়। বাঘার ওই ব্যক্তির বাড়ি পাকুড়িয়া ইউনিয়নে। এ নিয়ে বাঘায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। আর জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।

এদিকে রাজশাহী নগরীসহ জেলার ৯টি উপজেলায় করোনা আক্রান্তের চিত্র তুলে ধরা হলো- রাজশাহী নগরীতে ১০ জন, বাঘায় ৫ জন, তানোরে ১০ জন, পুঠিয়ায় ৯ জন, বাগামারা ও দুর্গাপুরে তিনজন করে, মোহনপুরে ৬ জন। তবে গোদাগাড়াী, পবা ও চারঘাটে এখন পর্যন্ত করোনা রোগী পাওয়া যায়নি।

যদিও জেলা সিভিল সার্জন অফিস থেকে পবায় দুই জন আক্রান্ত বলে তথ্য দেওয়া হলেও ওই দুই ব্যক্তির বাড়ি নগরীর মধ্যে।

স/আর