রাজশাহী নগরীতে একদিনে রেকর্ড ৪৩ জনের করোনা শনাক্ত, মোট ১৬২

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে একদিনে সর্বোচ্চ ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত রেকর্ড আক্রান্ত একদিনে। ফলে এ নিয়ে নগরীতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬২ জনে। এদিকে জেলায় আজকে পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮০ জনে। ফলে অর্ধেকেরও বেশি রোগী শুধু নগরীতেই। আজ শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৩২ জনের এবং রামেক ল্যাবে ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
রাজশাহী নগরীতে আজ আক্রান্তদের মধ্যে কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স ও রাজশাহীর কয়েকজন পুলিশও রয়েছেন। তাদের তালিকা দেওয়া হলো-
রামেকের পিংকু হোস্টেলের চিকিৎসক মিজানুর (২৫), রামেক হাসপাতোলের ৩১ নম্বর ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স দুলাল (৩০), সিনিয়র স্টাফ নার্স লাবণী (২৯) ও সিনিয়র স্টাফ নার্স নাসরিন (৩৮), পিংকু হোস্টেলের মিথুন (২৫), রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার শাহীন (৪০), সাকের আলী (৫০) ও বকুল (৩৭), রাজশাহী পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল (৪৫),  শরিফুল (৫৭), রোকসানা (৫৭), নেভা (২১), স্বরণ কুমার সাহা (৩৪), শহীদুল (৪৩), মিলন (৪০), আবুল কালাম (৩৫) ও জাহিদুল (৪০), রাজশাহী নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমানুল্লাহ আমান (২২), ৩ নম্বর ওয়ার্ডের ওয়াশিওর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিম আল গাজী (৪৪), ৯ নম্বর ওয়ার্ডের আশরাফুল মামুন (৫৫), নগরীর আরবান হেলথের কর্মী পারভেজ আনোয়ার, ৯ নম্বর ওয়ার্ডের মনিরা সুলতানা (৪৬), ২৭ নম্বর ওয়ার্ডের নাদিরা হক (৬৭), ১৫ নম্বর ওয়ার্ডের মোফাজ্জল ওবায়দুল (২৪), ৯ নম্বর ওয়ার্ডের শিশু কওমি (৯), ৯ নম্বর ওয়ার্ডের নারগিস খাতুন (২৩), রাজশাহী মেডিকেল কলেজের প্যাথলোজি বিভাগের কর্মচারী নারগিস (৪০), নগরীর ৯ নম্বর ওয়ার্ডের জোসনা (৩০), নগরীর উপশহর এলাকার আসাদ (৩৫), ৯ নম্বর ওয়ার্ডের আসাদুল (৫৫), ২৩ নম্বর ওয়ার্ডের ফয়সাল (৩১), এছাড়াও নগরীর আতিয়া (২০), আব্দুল খালেক (৫৯), রাহাত হোসেন জনি (২৫),  মোছাঃ লাইলি (৩৬), ফাতেমা (২৮), শ্রী বিপণ (৫৬), আলমগীর (৩০), হাফিজুল কাদের (২৮), রফিকুল ইসলাম (৩৫), সরোয়ার (৩৭), ও মোছাঃ নাজরীন সুলতানা (৩৩)।
স/আর