করোনা : রাজশাহী নগরীতে একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীতে সোমবার ৩জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। অন্য দুই জনের শরীরে করোনা উপসর্গ ছিলো বলে জানা গেছে।

জানা যায়, নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) একজন স্বাস্থ্য কর্মীর পরিবারের ৪জন সদস্য সম্প্রতি করোনায় আক্রান্ত হন। আজ সোমবার দুপুরে ওই স্বাস্থ্য কর্মীর স্বামী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য কর্মীর স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান আঞ্জুমান আরা।

এদিকে নগরীর ছোট বনগ্রাম এলাকার আমজাদ আলী (৭২) করোনা উপসর্গ নিয়ে আজ দুপুরে নিজ বাড়িতে মারা গেছেন।

এই ধরণের উপসর্গ নিয়ে নগরীর দর্গাপাড়া এলাকার ইনতাজ আলী (৬৫) আজ দুপুরে মারা গেছেন।

এর আগে আজ সোমবার সকালে রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁর একজন রোগী মারা যান।

স/রা