কালের কন্ঠ শুভ সংঘ রাজশাহীর পক্ষ থেকে ২১’শের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:

আজ থেকে ৬৮ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই পালিত হয়ে আসছে।

কালের কন্ঠ শুভ সংঘ রাজশাহী জেলার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ শুক্রবার সকাল ৭ টা ১০ মিনিটে রাজশাহী কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কালের কন্ঠ শুভ সংঘের উপদেষ্টা শাহিনুল হক মুন, সভাপতি মঞ্জুর রহমান খান, সহ সভাপতি আরিফুজ্জামান নবাব, সাধারন সম্পাদক আনিসুর ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সিফা আঞ্জুম, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রিবন।

 

স/স্ব