রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনের রাস্তাটির বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক:
নগরীর অন্যতম ব্যস্ত রাস্তা হিসেবে পরিচিত রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনের রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও জনসাধারণ প্রতিনিয়ত চলাচল করে এই রাস্তা দিয়ে। পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে এবং নগরীর একদম প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় সারাক্ষণই লোক সমাগমে পরিপূর্ণ থাকে। কিন্তু বর্তমানে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় পুরো এলাকাতেই সৃষ্টি হচ্ছে যানজটের। ফলে বাড়ছে জনদুর্ভোগ।
রাস্তাটিতে অটো রিক্সাসহ বিভিন্ন যান চলাচল করার সময় ভাঙা থাকার ফলে ঘটছে দুর্ঘটনা। এতে আহত হচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। তবে রাস্তাটি সংস্কারের অভাবে ক্রমেই আরো ভয়াবহ হচ্ছে।  পাশাপাশি রাস্তা খারাপ থাকায় অধিকাংশ গাড়ি থেমে থাকছে। ফলে বাড়ছে দীর্ঘ যানজট।


সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তাটির পিচ, ইট, সুরকি পাথর উঠে বেরিয়ে এসেছে নিচের বালি। তাই দিন যত গড়াচ্ছে, সংস্কারের অভাবে ততই রাস্তার বেহাল দশা দেখা দিচ্ছে। ফলে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ চমর ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে ভাঙা রাস্তার ছোট ছোট গর্তে যানবাহণের চাকা পড়ে মাঝে মাঝেই যাচ্ছে উল্টে। ঘটছে দুর্ঘটনাও।
রাজশাহী কলেজের শিক্ষার্থী সুমি জানান, রাস্তাটি এমনিতেই ব্যাস্ততম। তার উপর রাস্তা ভাঙা থাকার কারণে আরো বেড়েছে জ্যাম। এই জ্যাম পড়ে ক্লাস, যাতায়াতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে। মানুষও ভোগান্তিতে পড়ছে।

কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা জানায়, তাদের স্কুলের প্রধান ফটকের সামনেই রাস্তাটি ভাঙা থাকার কারণে সেখানে যানজট লেগেই থাকে। আবার স্কুলের সামনেই মাঝে মধ্যিই ঘটে দুর্ঘটনা। এতে শিক্ষার্থীরাও আতঙ্কে থাকে।

 

পাশেই মাষ্টার পাড়া সবজি বাজারে সকালে বাজার করতে আসা সাবিনা নাজনিন সিল্কসিটি নিউজকে বলেন, ‘প্রতিনিয়ত আমাদের এই রাস্তায় চলাচল করতে হয়। আমার এমনিতেই হার্টের সমস্যা। কয়েক দিন আগেই এই রাস্তায় রিক্সা দিয়ে চলাচল করার সময় রিক্সার চাকা রাস্তার গর্তে পড়ে। যার ফলে খুব ব্যাথা পাই। তাই গত কয়েকদিন ধরেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে।’

স/তা