রাজশাহী করোনা ল্যাবে নতুন তিন নমুনা

নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনাভাইরাস শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বা ভাইরাসবিদ্যা বিভাগে স্থাপিত বিভাগীয় ল্যাবে আরও তিন সন্দেহভাজনের নমুনা এসেছে। এই নিয়ে মোট ৮ জনের নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে।

বৃহস্পতিবার নতুন যে তিনজনের নমুনা এসেছে তার মধ্যে এক যুবক আগেই মারা গেছেন। তার বাড়ি বগুড়ায়। বাকি দুজনের বাড়ি রাজশাহীতে। তবে রাজশাহীর দুজন কোথায় কি অবস্থায় রয়েছে সে তথ্য জানা যায়নি। এ দিকে রাজশাহী ল্যাবে মোট আটটি নমুনা পরীক্ষার ফলাফল রাজশাহী থেকে প্রকাশ করা হবে না। পর্যায়ক্রমে ঢাকার আইইডিসিআর থেকে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানিয়েছেন, বুধবার প্রথম পর্বে যে ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার প্রতিবেদন প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে বৃহস্পতিবারই এ সব ফলাফল ঢাকায় আইইডিসিআরে পাঠিয়ে দেয়া হবে। বাকি তিনটি নমুনার ফলাফল পেতে শুক্রবার নাগাদ অপেক্ষা করতে হতে পারে।

অন্যদিকে রাজশাহীর করোনাভাইরাস ল্যাবের সূচনা কার্যক্রম সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন টেকনিশিয়ান জানান, বিষয়টি বাংলাদেশে একেবারেই নতুন। যে সব চিকিৎসক ও টেকনিশিয়ান এখানে কাজ করছেন তারা সবাই নতুন। প্রথমে তারা সবাই কিছুটা নার্ভাস থাকলেও শেষ পর্যন্ত পরীক্ষাগুলো ঠিকমতোই সম্পন্ন হয়েছে।

জানা গেছে, পিসিআর মেশিনসহ প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ মঙ্গলবারের মতো মজুদ হয়ে যায়। যে রি-এজেন্ট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে সেগুলো চীন থেকে আনা হয়েছে। একটি রি-এজেন্ট দিয়ে মোট ৯৬টি করোনা নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে এখানে নমুনা কম থাকায় রি-এজেন্ট বেশি লাগছে।