রাজশাহীর ৬ আসনে বিএনপি মনোনয়ন দিল ১২ জনকে, ৬ জন বিকল্প

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর ছয়টি আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত করেছে ৬ জনকে। পাশাপাশি বিকল্প হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আরো ৬ জনকে। এতে কপাল পুড়েছে অপর ৩১ প্রার্থীর। ছয়টি আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ৪৩ জন। কিন্তু মনোনয়ন পেয়েছেন ১২ জন। ফলে অন্য ৩১ জনের কপাল পুড়লো।
রাজশাহী-১ আসনে চারজন, রাজশাহী-২ আসনে দুইজন, রাজশাহী-৩ আসনে ১৩ জন, রাজশাহী-৪ আসনে আটজন, রাজশাহী-৫ আসনে সাতজন এবং রাজশাহী-৬ আসনে নয়জন মনোনয়ন চেয়েছিলেন।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন : এই আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনজন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী র‌্যারিস্টার আমিনুল হক। বিকল্প হিসেবে রাখা হয়েছে আমিনুলের স্ত্রী আভা হককে।
রাজশাহী-২ (সদর) আসন : রাজশাহী সদর আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন দুইজন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিকল্প হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা সাঈদ হাসান।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) : এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির ১৩ জন নেতা। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর হক মিলন।এখানে বিকল্প হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্টু।
রাজশাহী-৪ (বাগমারা) আসন : এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আটজন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন বিতর্কিত নেতা সাবেক সংসদ সদস্য আবু হেনা। এখানে বিকল্প হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুর।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন: 
এই  আসনে বিএনিপির দলীয় মনোনয়নপত্র তুলেছিলেন সাতজন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা। এখানে বিকল্প হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মন্ডল।
 
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): এই আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন নয়জন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।এখানে বিকল্প হিসেবে মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান খান মানিক।
স/আর