সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী সদর আসনে মহাজোট প্রার্থী বাদশা’র মনোনয়ন জমা

Paris
নভেম্বর ২৬, ২০১৮ ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহাজোট প্রার্থী ফজলে হাসান বাদশা।

আজ সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রির্টানিং কর্মকর্তা এস এম আব্দুল কাদেরের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

Image may contain: 4 people

এসময় মহাজোটের আসন ভাগাভাগিতে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ৬টি আসন পেয়েছে জানিয়ে সংগঠনটির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আসন ভাগাভাগি নিয়ে দুঃখ কষ্ট থাকা স্বাভাবিক। তবে সেটি ভুলে গিয়ে আমাদের নেতাকর্মীরা মহাজোটের জন্য ৩০০ আসনে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন, কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামানিক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু, জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগরের সম্পাদকমন্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, আবু সাঈদ, সাদরুল ইসলাম, রাজপাড়া থানা সম্পাদক আব্দুল মতিন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেএএম জুয়েল, মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, যুবমৈত্রীর জেলা সভাপতি মনিরুদ্দিন পান্না, মহানগর সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।

এর আগে, ২৪ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরিদ উদ্দিনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বাদশার পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু।

স/অ

সর্বশেষ - সব খবর