রাজশাহীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলায় আরসিআরইউ‘র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ প্রকাশের জেরে রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ ডটকম” এর সম্পাদক রফিকুল ইসলাম ও  “খবর২৪ঘণ্টা ডটকম” এর চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটি (আরসিআরইউ)।

বুধবার বিকেলে আরসিআরইউ‘র সাধারণ সম্পাদক কাওসার হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সংবাদ প্রকাশের বিরোধের জের ধরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব চৌধুরী মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রহমাতুল্লাহ ও সাধারণ সম্পাদক কাওসার হাবিব।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজশাহীতে কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।  সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরণের মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্য প্রণোদিত মামলা  থেকে বিরত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, আজ বুধবার দুপুরে বহুল বিতর্কিত রাজশাহী জেলা মোটর শ্রমিক নেতা মাহাতাব হোসেনের হয়ে রাজশাহীর আদালতে মামলাটি করেন রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী।

স/মি