পবায় নদীভাঙ্গন পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার চর খিদিরপুর এলাকার নদীভাঙ্গন পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেছে রাজশাহী জেলা প্রশাসক। সোমবার বন্যা দূর্গত মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

 

ওই সময় রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক সিল্কসিটি নিউজকে মুঠোফোনে বলেন, অাল্লাহর রহমতে অন্যান্য জায়গার তুলনায় রাজশাহীতে বন্যা পরিস্থিতি সহনীয় আছে। আমরা সবাই একসাথে এসব মানুষের পাশে দাড়ালে এ বিপদ থেকেও উঠে আসতে পারব।

 

তিনি আরো বলেন, উপজেলার এসব বন্যার্থ মানুসের মাঝে মুড়ি, চিড়া, তেল, চালসহ খাদ্যদ্রব্য বিতরন করা হয় ও বন্যায় যেসব মানুষ ঘরবাড়ি হরিয়েছেন তাদের ২ হাজার টাকা করে অর্থসাহায্য করা হয়েছে। বর্তমানে বন্যার্থ মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ আছে।

স/অ