রাজশাহীর দুই ল্যাবে আজ জেলায় রেকর্ড ৬৪ জনের করোনা শনাক্ত, দেখুন আক্রান্ত যারা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুই ল্যাবে আজ জেলার রেকর্ড ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে রাজশাহীর ৪৮ জন, এবং রামেক ল্যাবে ১৬ জন। এই ৬৪ জনের মধ্যে নগরীর রয়েছেন ৩৪ জন। অন্যগুলো তানোর, বাঘা, মোহনপুর এবং পবা ও গোদাগাড়ীর বাসিন্দা।

তাদের পরিচয় দেওয়া হলো- রামেক হাসপাতাল ল্যাবে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৪৮ হলেন, হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিকিৎসক কামরুন নাহার (২৪), চুক্ষ বিভাগের চিকিৎসক হারুন অর রশিদ (২৬), সিনিয়র স্টাফ নার্স শিরিন (৪০), নাহিদ (২৮), রেডিওলোজি বিভাগের আজাহার (৫৪), আয়েন উদ্দিন (৫০), হেমোডোয়ালোজি বিভাগের উম্মে কুলসুম (২৪), ৫৫ নম্বর ওয়ার্ডের ওহাব (৬৫), ৫ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন (৪৪), ২৯ নম্বর ওয়ার্ডের নূরুন্নবী (৫৭), নগরীর দাশপুকুর এলাকার পলাশ (২৩), আইডি হাসপাতালের ফজলে ফাত্তাহ হোসেন (৪৩), রামেক হাসপাতালের রোগী কেয়া (৩৬), মিশন হাসপাতালের ফাতেমা (৩০), রাশেল (৩৪), আইপি হাসপাতালের নাসরিন (৫৫), নগরীর ৬ নম্বর ওয়ার্ডের শারমিন সুলাতানা (২৩), ৯ নম্বর ওয়ার্ডের সুজন আলী (২৮), ৮ নম্বর ওয়ার্ডের সাহেদ আহমেদ (৩৪), নূরবানু বেগম (৭১),  ৯ নম্বর ওয়ার্ডের সবনাম সিদ্দীকা (৩৪), ৩ নম্বর ওয়ার্ডের মারুফ হোসেন (২৮), রাজশাহীর পবার হামিদ (২৮), মাহি (১১), ময়না (৪২), ,মিস্টি (৯), গোদাগাড়ীর আনু (৯),  আফসার হোসেন (৩৬), ইমন (৩২), বাবর (৩৬), বাঘার আব্দুল খালেক (৫৫), কানন (২৮), সন্ধ্যা (৩৮), ভারতী (২৬), মাসুদ রানা (২১), এখলাসুর (২০), মোহনপুরের তারা (৫৫), মফুজান (৫৫), সাব্বির (৬০), নায়ারজান (৫৫), শাওন (১৫), তুহিন (১৮), জাহাঙ্গীর (৪৫), মিজান (৪০), আনারুল (৩৭), মাহাবুব (১৯) ও সেলিম (৩৭)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে শনাক্ত হওয়া রাজশাহী ১৬ হলেন, নগরীর লক্ষীপুর এলাকার শামীম আক্তার (৪৫), রাজপাড়া থানা এলাকার জান্নাতুল ফেরদৌস (৮), মিনারা খাতুন (৪১), র‌্যাব ৫ এর সদস্য শাহাবুদ্দিন (২৮), বিমানবন্দর থানাধীন আজম আলী (৫২), নগরীর রেজাউল ইসলাম (৩৪), মাহবুব (৪৩), সাইফুল ইসলাম (৬৩) সারোয়ার (৩৮), ফাতেমা (২৮), লুৎফুর রহমান (৫৫), তানোর উপজেলার শহীদুল্লাহ (৫৫), কামরুল (২৮), শিউলি (৪০), মোহেল (৩১) ও পুবানী (৪৫)।

আরও পড়ুন:

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে একদিনে ৭ জনরে মৃত্যু

স/আর