রাজশাহীর দুইটি ল্যাবে একদিনে ৮৬ জনরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর দুইটি ল্যাবে সোমবার (২২ জুন) আরো ৮৬ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ৩২ জন ও রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৫৪ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উভয় ল্যাবের সংশ্লিষ্টরা।

রামেক হাসপাতালের ল্যাবে শনাক্ত হওয়া ৩২ জনের সকলেই রাজশাহী নগরীতেই অবস্থান করছেন।

রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হওয়া ৫৪ জনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ১১ জন, পাবনা সদরের ৪০জন, পাবানা চাটমোহর ৩ জন।

রামেক এর ল্যাবে রাজশাহী নগরীর শনাক্ত হওয়া রোগীরা হলেন- আতিয়া (২০), আব্দুল খালেক (৫৯), রাহাত হোসেন জনি (২৫), মোছা: লাইলি (৩৬), ফাতেমা (২৮), শ্রী বিপণ (৫৬), মো: আলমগীর (৩০), হাফিজুল কাদের (২৮), রফিকুল ইসলাম (৩৫), সরোয়ার (৩৭), মোছা: নাজরীন সুলতানা (৩৩)।

রামেক ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, সোমবার দুই সিফটে মোট ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ১৮৭ জনের নমুনার ফল ঠিমমতো এসেছে। আর রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, দুই সিফটে মোট ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স/রা