রাজশাহীর অগ্রণী বিদ্যালয়ে ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ আগামীতে বৈচিত্র্যময় ও মননশীল প্রজন্ম তৈরীর লক্ষে আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক নির্বাচনীর সপ্তম পর্ব আজ সোমবার রাজশাহী সিটি কর্পোরেশনের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে প্রথম ব্যাতিক্রমধর্মী এই সচেতনতামূলক ‘আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড’ প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান বারসিক ও বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা কেন্দ্র (বিইসিডিপিসি)।

উক্ত ট্রি অলিম্পিয়াডে প্রধান অতিথি এবং বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল হক। অন্যান্য আলোচকগনের মধ্যে ছিলেন বিদ্যালয়টির সহকারি শিক্ষক মোঃ মইনুল ইসলাম, মোঃ রানা মিয়া । আজকে এই নির্বাচনী পর্বে পরীক্ষক এবং সহযোগী হিসেবে ভূমিকা পালন করেন বিইসিডিপিসি’র নির্বাহী পর্ষদের সদস্য ও আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড কমিটির পরিচালনা সদস্য মোঃ হানিফ, রাবিতা রাবি, জরী, জিনাত, শামস উদ্দিন, ঊর্মী, বারসিক’র সহযোগী কর্মসূচী কর্মকর্তা অমৃত কুমার সরকার, ব্রজেন্দ্র নাথ।

আজকের প্রাথমিক বাছাই পর্বের ইয়েস কার্ড প্রাপ্ত ফাইনাল রাউন্ডের জন্যে দশজন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। ‘ক’ ক্যাটাগড়িতে ইয়েসকার্ড প্রাপ্তরা হলেন- ষষ্ঠ্য শ্রেণীর মাইসা মালিহা, আমির হোসেন, তামান্না জাহান তন্দ্রা ; সপ্তম শ্রেণীর লাবীনা; অষ্টম শ্রেণীর আয়েশা সিদ্দিকা, মারুফ, সাব্বির। ‘খ’ ক্যাটাগড়িতে- নবম শ্রেণীর সাদিয়া মেহরোজ মীম, দশম শ্রেণীর হানান আশরাফী, আব্দুল্ল্যাহ আল নোমান, রিজওয়ান মাহমুদ।

এ আঞ্চলিক ট্রি অলিম্পিয়াডের বিষেশজ্ঞ প্যানেল হিসেবে ভূমিকা পালন করছেন স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দসহ গ্রামের বৃক্ষ ও পিরবেশ সম্পর্কে অভিজ্ঞজন। বাছাই পর্বে অংশগ্রহণকারীদের বৃক্ষ ও পরিবেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা এবং ২০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বরধারী দশজন শিক্ষার্থীদেরকে ফাইনাল রাউন্ডের জন্যে নির্বাচন করা হচ্ছে। আজকের বিশেষজ্ঞ প্যানেলের আলোচনা ও প্রশ্ন উত্তোর পর্বের সঞ্চালনা করেন বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম ও অলিম্পিয়াড কমিটির সভাপতি জিনাতুন্নেছা ।

এখানে উল্লেখ্য যে, বিশ্বের মধ্যে প্রথম এ আঞ্চলিক ট্রি অলিম্পিয়াড প্রথম পর্যায়ে দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘ক’ ক্যাটাগরি এবং নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘খ’ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাচ্ছে। আগামী ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে এর ফাইনাল রাউন্ড রাজশাহী বিভাগীয় শহওে অনুষ্ঠিত হবে।

স/অ