রাজশাহীতে ১৪ মাসে ২১৯ জন নারী নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক: ২০২০ থেকে ২০২১ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ মাস) রাজশাহীতে ২১৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। রোববার (৭ মার্চ) উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এ তথ্য প্রকাশ করে।

লফস বলছে, এর মধ্যে ২৪ জন নারীকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছে ৪৯ নারী, ৯জন নারী আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটিয়েছেন, ধর্ষণের পরে আত্মহত্যা করেছেন ২ জন নারী, ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ জন নারী। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন আরও ৬ জন নারী। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১৩ নারী, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৫৯ নারী, ভিকটিম অফ পর্নোগ্রাফির শিকার হয়েছেন ৭ নারী, ৮ জন নারী নিখোঁজ হয়েছেন। অপহরণের শিকার হয়েছেন ৪জন নারী, ভিকটিম অব এসিড ভায়োলেন্স হয়েছেন ৩ নারী।

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, ‘মানুষের নৈতিক মূল্যবোধের অভাব ও সামাজিক অবক্ষয়ের কারনে নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। স্কুল, কলেজ এমনকি নিজ বাসায় নিরাপদ নয় শিশু কিশোরীরা। বর্তমানে মায়ের কোলে শিশু যখন নিরাপদ নয় তখন রাষ্ট্রকে এ বিষয়ে গভীর ভাবে ভাবতে হবে।’

স/জে