রবিবার , ৭ মার্চ ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেকড়ের সান্নিধ্যে শাহরুখ খান

নিউজ ডেস্ক
মার্চ ৭, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: বাস করেন মুম্বইতে। তবে বাড়ি বলতে এখনও সেই দিল্লিকেই বোঝেন শাহরুখ খান। দিল্লিতেই তার বেড়ে ওঠা। জীবনের বড় একটা সময় শাহরুখের এই দিল্লিতেই কেটেছে। দিল্লির সঙ্গে তাঁর বহুদিনের নাড়ীর টান। আবারও একবার নিজের শহরেই ফিরে গেলেন ‘দিল্লিওয়ালা’ শাহরুখ। দিল্লিতে গিয়ে বাবা-মায়ের কবরের পাশে বেশকিছুক্ষণ সময় কাটান কিং খান।

ইতমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এর বেশকিছু ছবি। ছবিতে পরনে সাদা শার্ট, কালো প্যান্ট এবং মাথায় রুমাল বেঁধে বাবা তাজ মহম্মদ খান ও মা লতিফ ফাতিমা খানের কবরের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যাচ্ছে শাহরুখকে।

 

অল্প বয়সেই বাবা-মাকে হারান শাহরুখ খান। বহুবার সাক্ষাৎকারে শাহরুখকে বাবা-মাকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। কিং খানের বয়স যখন মাত্র ১৫ তখনই বাবাকে হারিয়েছিলেন তিনি। জানা যায় অভিনেতার বাবা তাজ মহম্মদ খান পেশায় একজন আইনজীবী ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। ১৯৯০ সালে মাকেও হারান শাহরুখ। বহু সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে মায়ের মৃত্যুর পর তাঁর অন্যতম অবলম্বন হয়ে ওঠেন দিদি।

সূত্র: জিনিউজ।

সর্বশেষ - রাজশাহীর খবর