সোমবার , ৮ অক্টোবর ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ১০ জনের জামিন, আদালত চত্বরে ৫ শতাধিক লোকের মৌনমিছিল

Paris
অক্টোবর ৮, ২০১৮ ৮:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে দ্রুত বিচার আইনের মামলায় ১০ জনের জামিন পাওয়ার পর আসামীরা ৫ শতাধিক সমর্থকসহ আদালত চত্বরে মৌনমিছিল করেছে। সোমবার সকালে রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা হাজিরা দিলে বিচারক বিকাশ চন্দ্র বসাক দুপুর ১২ টার দিকে তাদের জামিন মঞ্জুর করেন।

আসামীরা প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে আদালত চত্বরে আসেন এবং মৌন মিছিল নিয়ে আদালত চত্বরে প্রবেশ করেন। জামিন শেষে তারা জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে আদালত চত্বর ত্যাগ করেন।

এ মামলায় জামিনপ্রাপ্ত আসামীরা হলেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল পাশা সোহাগ, গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, কমলা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, আব্দুল হক বাবু, পারভেজ মোশারফ বাবু, ওয়াজি ইসলাম রাদসহ মোট ১০ জন।

এ সময় গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসের ২০ তারিখে গোদাগাড়ীর কাপাশিয়াপাড়ার মৃত আব্দুর রহমান মিঞার ছেলে ও সাবেক ডিআইজি মতিউর রহমান এই মামলা করেন। রিশিকুল ইউনিয়নে আলোকচ্ছত্র গ্রামে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গোদাগাড়ীর সাধুরমোড় এলাকায় সন্ধ্যার দিকে পৌঁছালে আসামীগণ দলবল নিয়ে মতিউর রহমানের উপর হামলা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সেইসাথে তাঁকে বহনকারী প্রাডো গাড়ীর ভাঙ্গচুর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করেন তিনি।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর