রাজশাহীতে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে। বৃষ্টিপাত ও মেঘলা আকাশের কারণে বেড়েছে তাপমাত্রা। আজ রোববার রাজশাহীতে সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে বৃষ্টিও শুরু হয়েছে। এতে পদ্মাপারের মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। সকালে বাতাসের আদ্রতা ছিলো ৯৫ শতাংশ। এছাড়া বেলা ১২টার দিকে ছিলো ৯৭ শতাংশ। তিনি আরো বলেন, গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৮ দশমিক ৬ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৬ ডিগ্রি।

অন্যদিকে, সকালের বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। বেশি দুর্ভোগে পরে খেটে খাওয়া মানুষগুলো। তাদের বৃষ্টিতে ভীজে কাজ করতে হয়েছে। এছাড়া স্কুল-কলেজ শিক্ষার্থীদের বৃষ্টি ভীজে যেতে হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। কেউ কেউ ছাতা নিয়ে গেছে।

স/আ