বাণিজ্য মেলায় গৃহস্থালী পণ্যে আগ্রহী ক্রেতারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি ভিড় গৃহস্থালী পণ্যের দোকানে। এসব স্টলে মেলা উপলক্ষে বাজারজাত করছে বিশেষ পণ্য। আবার ক্রেতাদের আকর্ষণে রাখা হচ্ছে ছাড়। তবে ক্রেতারা বলছেন, দাম বাড়িয়ে ছাড় দিয়ে পণ্যে বেশি লাভেই করছেন বিক্রেতারা।

হাঁকডাকে জমে উঠেছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ। শুরুর দিকে তীব্র শীত আর বৈরী আবহাওয়া কাটিয়ে মেলামুখী ক্রেতা-দর্শনার্থীরা। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় গৃহস্থালী পণ্যের দোকানে। এসব স্টলগুলোতে একদামের পণ্য যেমন আছে তেমনি ১টি কিনলে ১০টি ফ্রি কিংবা ৫০ শতাংশ পর্যন্ত ছাড়া এমন লোভনীয় অফারও আছে। মেলায় সংসারের নিত্য প্রয়োজনীয় নতুন পণ্য কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। তবে চটকদার অফারের ফাঁকে বিক্রেতাদের অতিরিক্ত লাভ করার প্রবণতায় অসন্তোষ তাদের।

শেষদিকে বিক্রি বাড়ায় ক্রেতাদের সামলাতে ব্যস্ত দোকানিরা। তবে সিটি নির্বাচনের জন্য মেলা বন্ধ থাকলে সেক্ষেত্রে সময় বাড়ানোর দাবি তাদের।

বিক্রেতারা বলেন, প্রথম দিকে বৈরী আবহাওয়ার কারণে মেলায় ক্রেতা কম ছিল। শেষের দিকে ক্রেতার আনাগোনা বেড়েছ। কর্তৃপক্ষ মেলার সময় বাড়ালে আরও ভালো বেচাকেনা করা যেতো।

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ৪৮৩টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। এরমধ্যে ২৩টি দেশের বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয় মেলায়।