সোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে সফলভাবে চলছে করোনার টিকা প্রদান

Paris
ফেব্রুয়ারি ৮, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ

রামেক প্রতিনিধি, নূপুর মাহমুদ:


রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে রাজশাহীতে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। একযোগে জেলায় ১৩ টি কেন্দ্র এই করোনার টিকা প্রদান করা হচ্ছে। তবে টিকা দানের পরে কোন ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন-রাজশাহী সিভিল সার্জন কাইয়ুম তালুকদার।



তিনি জানান- ‘সুষ্ঠভাবে উপজেলা পর্যায়ে টিকা প্রদান চলছে। সেই কেন্দ্রগুলো পরিদর্শন করছি।’

সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের টিকা কেন্দ্রে গিয়ে দেখা গেছে- অনেক আগ্রহ সহকারে মানুষ টিকা নিতে আসেন। তাদের সাথে কথা হলে তারা জানান- সুস্থ থাকতে হলে টিকা নিতে হবে সবাইকে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালে সকাল থেকেই উৎসব মুখর ভাবে টিকা নিতে দেখা গেছে মানুষকে। আর স্বস্থ্য কর্মীরাও সুন্দরভাবের টিকা প্রদান করছেন।

রামেক হাসপাতালে উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, আনন্দ নিয়ে মানুষ আসছে টিকা নিতে, যদি ও প্রথম দিনে একটু ভয়ে ছিলো। তবে আজকে তা দেখা যায়নি। গতকালের তুলনায় আজকে অনেকে রেজিস্টেশন করেছে। সবমিলে ৪ হাজার ৬০০ জন রেজিস্ট্রেশন করেছে। তাতে ডাক্তার নার্সরা অন্তর্ভুক্ত। টিকা গ্রহনে এখনো কোনো পার্শপ্রতিক্রিয়া পাওয়া যায় নি।

সর্বশেষ - রাজশাহীর খবর