রাজশাহীতে সন্ধ্যার পরে হঠাৎ পোকার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

নিজস্ব প্রতিবেদক:


নগরীর ডাশমারী এলাকায় দিনের বেলায় পোকার জ্বালায় মশারী টাঙ্গিয়ে খাবার খেতে হচ্ছে। সন্ধ্যার পর ও দিনের বেলায় পোকার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন অনেকেই। সন্ধ্যা বা রাতের জ্বালানো বাল্বে যে পোকা বসে সেই পোকাগুলো দিনের বেলায় দেখা যাচ্ছে। এছাড়া অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে ঢুকছে হাজার হাজার পোকা। এতে করে অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ। গত ৪ থেকে ৫ দিন ধরে এই আবস্থা তৈরি হয়েছে।



রাজশাহী নগরীর ডাশমারী এলাকায় বেশ কয়েকদিন থেকে এমন সমস্যায় পড়েছেন অনেক পরিবার। বাধ্য হয়ে তাদের মশারী টাঙ্গিয়ে বিভিন্ন খাবার খেতে হচ্ছে কিছু দিন থেকে।

এই এলাকার বাসিন্দা নূরুল ইসলাম মিঠু বলেন, দিনের বেলায় পোকার অত্যাচার। কোন খাবার ঠিক মতো বসে খাওয়া যাচ্ছে না। ফলে দিনের বেলায় মশারী টাঙ্গিয়ে খাবার খেতে হচ্ছে। অনেক সময় রান্না করা খাবারেও পোকা পড়ছে।

একই এলাকার আরেক বাসিন্দা জানান, আগে এই পোকাগুলো সন্ধ্যায় লাইটের পাশে-পাশে থাকতো। এখন দিনের বেলায় এই পোকা দেখা যাচ্ছে। এই পোকার জ্বালায় এক পোকারের অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। কোন ভাবেই পোকা সরানো যাচ্ছে না। মশা মারা যন্ত্র দিয়ে মারা হচ্ছে, তবুও কমছে না।

স/আ