রাজশাহীতে শীতবস্ত্র, হস্ত ও কুটির শিল্পমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহী শাখার ১৩তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শীতবস্ত্র, হস্ত ও কুটির শিল্পমেলা-২০১৭ এর উদ্বোধন হয়েছে।

আজ রোববার সকালে নগর ভবন গ্রীন প্লাজায় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশের উন্নয়নের সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। আর তা বাংলাদেশের গৌরবে পরিণত হতে চলেছে। আমরা নারী উদ্যোক্তাদের মাধ্যমে বিশ্বে এমন পণ্য উপস্থাপন করবো তাতে গোটা বিশ্বকে জয় করতে পারবো।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রেও নারীরা এগিয়ে চলেছে। ৫ বছরের মধ্যে সুশিক্ষিত নারীর সংখ্যা ৪৫ ভাগ ছাড়িয়ে যাবে। এতো দিন ঘরে রান্নার জন্য নারী এ কথাটাও পাল্টে যাবে। পৃথিবীটা পাল্টে গেছে, নারীরা এগিয়ে গেছে।

ওয়েব রাজশাহী শাখার সভাপতি আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, রাজশাহীর রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ লিয়াকত আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজশাহীকে এগিয়ে নিতে এ অঞ্চলের রেশম, আম, পাট, টমেটো, পানসহ সকল রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কয়েকটি বড় প্রতিষ্ঠান এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেও গ্যাস সংযোগ, ব্যাংক ঋণ, আমলাতান্ত্রিক জটিলতা শিল্পায়নে বাধা গ্রস্থ হচ্ছে। তাদের উৎসাহিত করতে সকল প্রতিবন্ধকতা দূরীকরণে সহযোগীতা অব্যাহত রাখতে হবে। এর ফলে এ অঞ্চলের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগীতায় রাজশাহীতে এ ধরণের মেলা আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।

রাজশাহীতে গৃহস্থালী গ্যাসের সংযোগসহ শিল্প কারখানায় গ্যাসের সংযোগের মাধ্যমে এ অঞ্চলের শিল্পায়নের সুযোগ সৃষ্টি করতে সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশার সুদৃষ্টি কামনা করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু চাকুরীর জন্য প্রস্তুতি নেয়া নয়; বরং স্ব উদ্যোগে নিজেকে প্রশিক্ষিত করার মাধ্যমেও প্রতিষ্ঠিত হওয়া যায়। এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজনের মাধ্যমে তাদের উৎসাহিত করতে হবে।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন ষ্টলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ