রাজশাহীতে রেকর্ড বৃষ্টি, নগরীর রাস্তায় হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। রাজশাহীতে দুই ঘন্টা ৩৮ মিনেটে রেকর্ড ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা চলতি বছরে একদিনে এবং স্বল্প সময়ের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত। আজ রোববার বিকেলে এই বৃষ্টিপাত শুরু হয় বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানায়, রোববার দুপুরের পরেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। বিকেল তিনটা ১৮ মিনিট থেকে ঝড়তে থাকে বৃষ্টি। কখনো গুড়ি গুড়ি, আবার কখনো থেমে থেমে। এসময়ে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে নগরীর প্রধান সড়কেও জমে হাঁটুপানি। অনেক রাস্তায় রাত আটটায় এ রিপোর্ট লেখার সময়ও পানি থৈ থৈ করছিলো। ফলে পথচারীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।

এই বৃষ্টিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার সড়ক ও গলি পথে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

স/আর