রাজশাহীতে যুবদলের প্রতিনিধি সভা, দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বেলা ৩টা থেকে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় স্কাইপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান।

তিনি তার বক্তব্যে বলে উপস্থিত সকলের বক্তব্য একটাই এই অবৈধ সরকার কাউকে হত্যা কওে বসে আছে। এদেও থেকে দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে। এই কথা শুধু বিএনপি নেতাকর্মীদেও কথা নয়। এই কথা বাংলাদেশের সকল মানুষের। এই অবৈধ সরকার একযুগ ধরে বসে আছে। তারা অত্যাচার করছে। এই জালিম সরকারের কবলৈ থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন এই সরকারের আমলে শত শত নেতা কর্মী হত্যা করেছে। সেইসাথে মামলা দিয়ে জজরিত কে ফেলেছে । সবার নামে গায়েবী মামলা দিয়েছে। এছাড়াও সাধারণ মানুষকে নির্বিচার হত্যা করছে। এই সরকারের আমলে এদশের মানুষের কোন অধিকার নাই। এই অধিকার আদায়ে এই সরকারকে বিতারিত করতে হবে। এই সরকারকে বিতারিত করে নির্দলীয় সরকারের অধিনের নির্বাচন করার আন্দোলনে সবাইকে একাত্বতা ঘোষনা করার আহ্বান জানান তিনি।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ^র চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান, বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুনুর রশিদ হারুন, সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এবং রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোবেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসক বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, চৌধুলী মহিবুল্লাহ আবু নূর, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশিদ শিশির ও নুরুজ্জামান লিটন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাইদুর রহমান, মাসুমুল হক, সদস্য (যুগ্ম সাধারণ সম্পাদক মার্যাদা) সাঈদ ইকবাল টিটু ও সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্য (সহ-সাধারণ সম্পাদক মার্যাদা) তরিকুল ইসলাম টিটু, কোষাধ্যাক্ষ গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, খালিদ মোহাম্মদ জাকারিয়া ও এস এম উবায়দুল্লাহ। । এছাড়াও রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান সজন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাঞী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশনা আরা পপি, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ যুবদল রাজশাহী বিভাগের আটটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়কগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সেইসাথে সিনিয়র যুগ্ম আহবায়ক, সদস্য সচিব ও অন্যান্য যুগ্ম আহবায়কগণ এবং জেলা ও মহানগরের অন্যান্য সদস্য ও নেতাকর্মী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।