রাজশাহীতে মুক্তিযুদ্ধ নিয়ে দূর্লভ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
১৯৭১ সালে ৯ মাস মুক্তিযুদ্ধের বিনিময়ে সোনার বাংলা স্বাধীন হয়েছে। এ রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে লুকিয়ে আছে অনেক ত্যাগ। অনেকেই হারিয়েছেন তাদের স্বজনদের। এ সাগর রক্তের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বপ্নের লাল সবুজ পতাকা। সেই সময়ের চিত্র নতুন প্রজন্মের কাছে অজানা। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ সময়ের ঘটনাবলী তুলে ধরতে মুক্তিযুদ্ধের উপরের প্রায় ১০০টি দূর্লভ চিত্র নিয়ে রাজশাহীতে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মহানগরীর পদ্মাপাড় বড়কুঠিতেকেন্দ্রীয় কিশোর পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।

কেন্দ্রিয় কিশোর পাঠাগারের সভাপতি জামাত খানের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, সিনিয়র সংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, শাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এম শরিফ, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, অধ্যাপক জিএম হারুন, রাজশাহী ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, দৈনিক সমকালের ব্যুারো প্রধান সৌরভ হাবিব, আল আমিন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. শামিউল কবির প্রমুখ।

প্রদর্শনীর দায়িত্বরত সোহাগ আলী জানান, তিনি আলোকচিত্রের পাশাপাশি পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপন এবং জ্ঞান চর্চার জন্য পাঠাগার নির্মাণ করেছেন অনেক আগেই। তার এই পাঠাগারে যে কেহই জ্ঞান চর্চা করতে পারেন। এ প্রদর্শনীতে ১০০টি দূর্লভ চিত্র প্রদর্শিত হবে।

প্রদর্শনীর উদ্বোধন শেষে কেন্দ্রিয় কিশোর পাঠাগার প্রকাশিত ‘ফিরে দেখা ১৯৭১’ স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রদর্শনীর সহযোগিতায় ছিলেন ডা. কাইছার রহমান চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষ।
স/শ