রাজশাহীতে বিশ্ব হোমিওপ্যাথিক দিবসে সভা

নিজস্ব প্রতিবেদক
ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নগরীর মিয়াপাড়া এলাকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় মাকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, কবি, সাহিত্যিক মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমাণিক, রাহোমেকহা সার্বিক দায়িত্বপ্রাপ্ত কর্মকার্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীন জাহান, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

অনুষ্ঠানে শিক্ষা ও আইসিটি অতিরিক্ত জেলা প্রশাসক নাছিমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাহোমেকহার বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডা. আনিসুর রহমান।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়।

স/আ