রাজশাহীতে বাস টার্মিনাল থেকে চুরি হওয়া বাস উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া একটি বাস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী নওদাপাড়া বাসস্ট্যান্ড থেকে চুরি হওয়া বাসটি উদ্ধার করে এবং ৪ জনকে গ্রেফতার করে।

এর আগে গত ১৫ এপ্রিল ভোর সাড়ে ৪ টার দিকে শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল হতে একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে শাহমখদুম থানায় মামলা রুজু হয়। পরে বৃহস্পতিবার রাতে শাহমখদুম থানার অভিযানিক দল এডিসি(শাহমখদুম) মোহাম্মদ তরিকুল ইসলাম ও এসি(শাহমখদুম) হাফিজুল ইসলামের দিকনির্দেশনার রাতে অভিযান পরিচালনা করে তানোর থানাধীন মন্ডুমালা এলাকা হতে চুরি হওয়া বাসটি উদ্ধার করে।

এসময় ঘটনার সঙ্গে জড়িত নগরীর বড় বনগ্রাম এলাকার চাঁন খানের ছেলে মুরাদ হোসেন ওরফে শুভ(২৫), গোমস্তাপুরের পার্বতীপুর হাটখোলা এলাকার আলতাফ হোসেনের ছেলে সাইদুর রহমান(৪৫) ও গোমস্তাপুরের শেরপুর এলাকার এমাজউদ্দিনের ছেলে মোঃ আবু তালেব (৪৫)। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/আর