রাজশাহীতে বাংলাভিশনের যুগপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে বাংলাভিশনের যুগপূর্তি ও ১৩ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে । সকালে নগরীর সাহেব বাজার সোনাদিঘী মোড়স্থ বাংলাভিশন অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি মনিচত্ত্বর, জিরো পয়েন্ট হয়ে বড়কুঠি কফিবার রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জাসদের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এছাড়া রাজশাহী কমিউনিকেশনের চেয়ারম্যান রেজাউন নবী আল মামুন, তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর হাসনাত আলী, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বাবলু, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, আবু সালেহ ফাত্তাহ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, শাহমুখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন, ঘোড়ামারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড অফিসার সমিতির সভাপতি মুঞ্জুর রহমান খান প্রমূখ। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এছাড়া, বাংলাভিশনের যুগপূর্তি ও ১৩ বছরে পদার্পণ উপলক্ষে পৃথক ভাবে কেক কাটেন রাজশাহী কমিউনিকেশনের চেয়ারম্যান রেজাউন নবী আল মামুন।

এর আগে বাংলাভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, চ্যানেল আই দর্শক ফোরামের পক্ষে সাংবাদিক আবু সালেহ ফাত্তাহ, রাজশাহী রাজশাহী কমিউনিকেশনের চেয়ারম্যান রেজাউন নবী আল মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এসোশিয়েশন পক্ষে সভাপতি আহাসান হাবীব অপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, সাবেক সভাপতি শ.ম সাজু, সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার ডলার, মাইনুল হাসান জনি, রাজশাহী সিটি প্রেসক্লাবের সদস্যরা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষে মানিক রায়হান বাপ্পি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ।
স/শ