রাজশাহীতে ফার্মেসীকে জরিমানা: সব ফার্মেসী বন্ধ করলো মালিকরা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ফার্মেসীকে জরিমানা করায় সব ফার্মেসী বন্ধ করে দিয়ছে মালিকরা। আজ রোববার বিকেলে নগরীর লক্ষীপুর এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্টেট কামাল উদ্দিন।

এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় অবস্থিত সব ফার্মেসী বন্ধ করে দেয় মালিকরা। যার কারণে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে হয়রানির মধ্যে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

জানা গেছে, বিকেলে পপুলার ডায়াগনেস্টিকের নিচের সিদ্দিকা ফার্মের্সীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিদ্দিকা ফার্মের্সীতে সরকারি ওষুধ বিক্রি, ওষুধের মেয়াদ উত্তীন্ন, ট্রের্ড লাইসেন্সের মেয়াদ উত্তীন্ন। এই অভিযোগে জারিমানা করা হয়।

 

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সিল্কসিটিনিউজকে বলেন, নগরীর লক্ষ্মীপুর এলাকার ফার্মেসীগুলো বন্ধ রয়েছে।

 

স/আ